জকসুর ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে ছাত্রদল সমর্থিত প্রার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে মোট ৩৯ টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই শিবির সমর্থিত প্যানেলের মো রিয়াজুল ইসলাম এবং ছাত্রদল সমর্থিত একেএম রাকিবের মধ্যে। জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ এবং ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা রয়েছে তার পরই।
সর্বশেষ ১৪ কেন্দ্রের হালনাগাদ ফলাফল:
১) ভিপি পদে
ক) রিয়াজুল (শিবির)- ১৪২৪
খ) রাকিব (ছাত্রদল)- ১৬৭৩
২৪৯ ভোটে এগিয়ে রাকিব।
২) জিএস পদে
ক) আব্দুল আলীম (শিবির)- ১৬১২
খ) খাদিজাতুল কুবরা (ছাত্রদল)- ৭৯৩
৮১৯ ভোটে এগিয়ে আব্দুল আলীম।
৩) এজিএস পদে
ক) মাসুদ রানা (শিবির)- ১৪৬৬
খ) তানজিল (ছাত্রদল)- ১২৯৭
১৬৯ ভোটে এগিয়ে মাসুদ।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সহকারি নির্বাচন কমিশনার ড. আনিছুর রহমান ফলাফল ঘোষণা করেন। ভোট গ্রহণ শেষে প্রায় ১৫ ঘণ্টা পর ৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটে ভোটগণনা শুরু করে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চারটি কেন্দ্রের ভোট গণনা করে কতৃপক্ষ। প্রথমে ম্যানুয়ালী ভোট গণনা করে, পরবর্তীতে সেটি ডিজিটালে গণনা করা হয়।
এর আগে একইদিন ৩৯টা ভোটকেন্দ্রের ১৭৮টি বুথে প্রায় ১১ হাজারের বেশি শিক্ষার্থী ভোট দেয় যা প্রায় মোট ভোটারের ৬৬ দশমিক ১৮ শতাংশ। কারিগরি ত্রুটির জন্য প্রায় মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকে ভোটগণনা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: