• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

জকসু নির্বাচন: ছাত্রদল-শিবির সমর্থিত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিত: ১১:১১, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:২৯, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জকসু নির্বাচন: ছাত্রদল-শিবির সমর্থিত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে মোট ৩৯ টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই শিবির সমর্থিত প্যানেলের মো রিয়াজুল ইসলাম এবং ছাত্রদল সমর্থিত একেএম রাকিবের মধ্যে। জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ এবং ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা রয়েছে তারপরই।

৮ কেন্দ্রের ফলাফল- 

ভিপিপ্রার্থী- রিয়াজ (শিবির) পেয়েছেন ৮১০, রাকিব (ছাত্রদল+ছাত্রঅধিকার) ৮০৪, ব্যবধান ৬।

জিএসপ্রার্থী- আব্দুল আলিম (শিবির) ৮২৫, খাদিজা (ছাত্রদল) ৪২২, ব্যাবধান ৪০৩।

এজিএসপ্রার্থী- মাসুদ রানা (শিবির) ৭৯৯, তানজিল (ছাত্রদল) ৬৫০, ব্যাবধান ১৪৯।

বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সহকারি নির্বাচন কমিশনার ড. আনিছুর রহমান ফলাফল ঘোষণা করছেন। ভোট গ্রহণ শেষে প্রায় ১৫ ঘণ্টা পর এ পর্যন্ত ৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার রাত ১২ টা ৩০ মিনিটে ভোট গণনা শুরু করে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত চারটি কেন্দ্রের ভোট গণনা করে কতৃপক্ষ। প্রথমে ম্যানুয়ালি ভোট গণনা করে, পরবর্তীতে সেটি ডিজিটালে গণনা করা হয়। এর আগে মঙ্গলবার ৩৯ টা ভোট কেন্দ্রে ১৭৮ টি বুথে প্রায় ১১ হাজারের বেশি শিক্ষার্থী ভোট দেয়। যা প্রায় মোট ভোটারের ৬৬ দশমিক ১৮ শতাংশ। কারিগরি ত্রুটির জন্য প্রায় মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকে ভোট গণনা। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2