• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নোবিপ্রবির ১৪৭৮ আসনের জন্য লড়বে ৭ হাজার শিক্ষার্থী

ফজলে এলাহী ফুয়াদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:১৬, ২৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
নোবিপ্রবির ১৪৭৮ আসনের জন্য লড়বে ৭ হাজার শিক্ষার্থী

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ১ হাজার ৪৭৮টি এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৭৭৬৩ জন পরীক্ষার্থী। কেন্দ্রটিতে ‘এ’ ইউনিটে ৪ হাজার ৫০৮ জন, ‘বি’ ইউনিটে ১ হাজার ৭৮১ জন এবং ‘সি’ ইউনিটে ১ হাজার ৪৭৪ জন আবেদন করে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নোবিপ্রবি রেজিস্ট্রার জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এবং ভর্তি কমিটি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। 

জানা যায়, বিজ্ঞান শাখাভুক্ত ‘এ' ইউনিটের পরীক্ষা আগামী ২৭ এপ্রিল, মানবিক শাখাভুক্ত ‘বি' ইউনিটের পরীক্ষা ৩ মে এবং ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত ‘সি' ইউনিটের পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে। এ দিকে বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের স্বতন্ত্র পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হয়েছে। 

প্রসঙ্গত, এ বছর গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: