• NEWS PORTAL

  • রবিবার, ১৬ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এসএসসির ৭৬ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ চায় শিক্ষার্থীরা 

প্রকাশিত: ১৩:০৪, ২৩ মে ২০২৪

ফন্ট সাইজ
এসএসসির ৭৬ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ চায় শিক্ষার্থীরা 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের প্রেক্ষিতে ৭৬ হাজার ৪২টি উত্তরপত্রের পুনঃনিরীক্ষণ চায়ছেন শিক্ষার্থীরা।

বোর্ডকে চ্যালেঞ্জ করে এসব উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন শিক্ষার্থীরা। এসব আবেদনের মধ্যে গণিত এবং ইংরেজির দুই পত্রে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন সবচেয়ে বেশি।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এসব তথ্য জানিয়ে বলা হয়-গত ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত সময়ে এসব আবেদন জমা পড়ে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে ১২ জুন। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ জানান, বোর্ডের নির্ধারিত সময়ের মধ্যে ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন শিক্ষার্থীরা। পুনঃনিরীক্ষণের জন্য যারা আবেদন করেছে তাদের উত্তরপত্রে নম্বর যোগ বা উঠানোর ক্ষেত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করে পুনরায় ফলাফল প্রকাশ করা হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2