• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩, ১৪ জুলাই ২০২৪

আপডেট: ১৪:০৪, ১৪ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সর্বজনীন পেনশন স্কীম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

রবিবার (১৪ জুলাই) দুপুর বারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সমিতির সভাপতি নিজামুল হক ভুইয়া জানান, শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমে থাকতে চায় না। তবে আন্দোলন নিয়ে শিক্ষক ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত বলে জানান তিনি।

এদিকে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অর্থ মন্ত্রণালয় এমন ভুল কীভাবে করলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 

জিনাত হুদা বলেন, আন্দোলন করছে সাধারণ শিক্ষকরা তারাই সিদ্ধান্ত নেবেন আন্দোলন চলবে কি না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রাব্বানী বলেন, যাদের ভুলের জন্য শিক্ষাঙ্গনে এত অস্থিরতা তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2