• NEWS PORTAL

  • সোমবার, ১১ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

প্রকাশিত: ০৭:৩৪, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ০৭:৩৫, ৩১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামের একটি কোর্সে গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। ৪৯তম একাডেমিক কাউন্সিল সভায় বুধবার (৩০ অক্টোবর)  এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, ছয়টি অনুষদের ডিন, ২২টি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রস্তাবটি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. ইলিয়াছ প্রামাণিক। পরে বিস্তারিত পর্যালোচনা শেষে এটি অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নেয়া হয় পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে ।

ড. মো. ইলিয়াছ প্রামণিক জানান, এই প্রস্তাব করেছিলাম শিক্ষার্থীদের মধ্যে দেশ, রাষ্ট্র, সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা তৈরিতে। পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেয়া হলে তা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে।

এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. মো. শওকত আলী জানান, জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত হলে শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনাপ্রবাহের সাথে পরিচিত হবে। পাশাপাশি জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থ উপলব্ধি করতে পাড়বে শিক্ষার্থীরা । এছাড়া, নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচার, সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

উপাচার্য  ড. মো. শওকাত আলী আরও বলেন, দেশসেরা ইতিহাসবিদদের সমন্বয়ে ইতিহাস রচনা করে তা বাংলাদেশ স্টাডিস কোর্সে অন্তর্ভুক্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, নিহত আবু সাঈদের আত্মত্যাগের ইতিহাস গণঅভ্যুত্থানের ইতিহাসে নির্ভুলভাবে সংযুক্ত করতে হবে।

বিভি/এআই

মন্তব্য করুন: