• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন

মাভাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:২৩, ২ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন

ছবি: সংগৃহিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ব্যবস্থাপনায় এবং ইউনেস্কোর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে এই ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১ টায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবনের সেমিনার হলে ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব। এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন।

সেমিনার সঞ্চালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. মো. ফজলুল করিম। 

সেমিনারে বক্তাগণ ক্যান্সারের বিভিন্ন ধরন, কারণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, ক্যান্সারকে শুরুতেই শনাক্ত করা খুব গুরুত্বপূর্ণ। নারীদের স্তন এবং জরায়ুমুখের ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এই ক্যাম্পেইন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: