• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

অধ্যক্ষ পদত্যাগের দাবি

রংপুর মেডিকেল: মঙ্গলবার কর্মবিরতি, বুধবার শাটডাউন

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৭:৩৭, ৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
রংপুর মেডিকেল: মঙ্গলবার কর্মবিরতি, বুধবার শাটডাউন

অধ্যক্ষ পদত্যাগের দাবিতে ৬ষ্ঠ দিনে গড়িয়েছে রংপুর মেডিকেল কলেজের আন্দোলন। দাবি আদায়ে মঙ্গলবার হাসপাতালে দু’ঘন্টার কর্মবিরতি ও বুধবার কমপ্লিট শাটডাউন ঘোষনা দিয়েছে বৈষ্যম বিরোধী চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে আন্দোলনকারীরা। কলেজের ক্লাস বর্জনসহ সবধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ বন্ধ রেখে আন্দোলনে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীসহ মেডিকেলের নার্সেস এ্যাসোসিয়েশন ও ইর্ন্টাণ চিকিৎসকরাও। বিক্ষোভ মিছিলটি রংপুর মেডিকেল চত্বর ঘুরে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে।

কলেজের সাবেক অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ করার ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে ওঠে কলেজ। সমাবেশ বক্তব্য দেন কলেজ উপাধ্যক্ষ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, শিক্ষার্থী নিয়াজ শরীফ, নাজমুল সাদাকত তানজিল, ফাতেমা আজাদসহ অনেকেই।

বৈষ্যম বিরোধী চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা পরিষতের সাধারন সম্পাদক ডা. শরিফুল ইসলাম অভিযোগ করেন, স্বেরাচারী আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, নিষিদ্ধ ছাত্রলীগের পৃষ্ঠপোষক সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমানের অধ্যক্ষ পদ থেকে সরাতে হবে। তাকে ক্যাম্পাস থেকে চলে যেতে হবে। সোমবারের মধ্যে পদোন্নতি পাওয়া অধ্যক্ষকে অপসারণ না করা হলে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দু’ ঘন্টার জন্য রংপুর মেডিকেলের আইটডোর ও বর্হিবিভাগে কর্মবিরতি পালন করা হবে। মঙ্গলবার কলেজ ও হাসপাতালে কমপ্লিট সাটডাউন কর্মসুচি পালন করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2