গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাবিতে মাদকবিরোধী লিফলেট বিতরণ
মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লিফলেট বিলি ও পোস্টার লাগানোর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (৪ নভেম্বর) জাবি শাখা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ফয়সাল হোসেন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ন আহবায়ক মোঃ মেহেদী হাসান ও শহীদ রফিক জব্বার হলের যুগ্ন আহ্বায়ক অলোকুর রহমানের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, হল এবং দোকানের দেয়ালে এই পোস্টার লাগানো হয়।
লিফলেট বিতরণের সময় ছাত্রদলনেতা দেওয়ান আলাউদ্দিন হোসেন বলেন, সমাজে মাদকের অবাধ বিস্তারের ফলে অভিভাবক, চিকিৎসক সবাই উদ্বিগ্ন। মাদকাসক্ত ব্যক্তি পরিবারকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাস্তায় বসিয়ে দিচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতার পাশাপাশি মাদকের সঙ্গে সম্পৃক্ত রাঘববোয়ালদের শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও মাদকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা জড়িয়ে যাচ্ছে, মেধা ধ্বংস হচ্ছে এই খুবই উদ্বিগ্নের বিষয়।
মাদকবিরোধী কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জাবি শাখা ছাত্রদল নেতা আমির উদ্দিন দেওয়ান , মোঃ রিফাত হোসেন, ইয়াসিন দেওয়ান, সাইফ উদ্দিন, সাইফুল ইসলাম, আরিফ রহমান, আলমগীর হোসেন, শরিফ রায়হান প্রিন্স, সোহেল আহমেদ, নোভেল আহমেদ, আলামিন রহমান অন্তর, রাসেল মোহাম্মদ , সুমন রেজা, ফেরদৌস রহমান, আনিসুল ইসলাম আনিস, শেখ পলাশ হোসেন, শেখ সাদী, তানজিদ ইসলাম ইরশাদ, নাজমুল হাসান জিশান, নাহিদুল হক, তানভীর আহমেদ, সহ আরো অনেক নেতৃবৃন্দ।
বিভি/এসজি
মন্তব্য করুন: