• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

গণ বিশ্ববিদ্যালয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ইভা আক্তার, গবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ৫ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
গণ বিশ্ববিদ্যালয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ছবি: সংগৃহিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘Development Of A Local Remedy For Minor Wound Healing’ বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫  ডিসেম্বর) গবির ফার্মেসী বিভাগের উদ্যোগে বেলা ১১ টায় আইকিউএসি সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের মূল বক্তা ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার মেডিকেল অনুষদের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. ঈসা বিন নাইনা মোহাম্মদ স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন শরীরের কোন স্থানের ক্ষত নিরাময়ের জন্য উদ্ভিদ ও সামুদ্রিক প্রাণি যেমন, কিউকামবার থেকে কিভাবে ড্রাগ ডেভলপমেন্ট করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে ‘5A's Approach to support clients to manage nicotine dependence’ বিষয়ে বক্তব্য রাখেন কেবাংসান মালয়েশিয়ার এর ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট সহযোগী অধ্যাপক ড. রাশিদ মোহাম্মদ। তিনি ধূমপানের ক্ষতিকর দিক, ধূমপানের ফলে মানবসভ্যতায় নিকোটিনের ক্ষতিকর প্রভাব গুলো তুলে ধরে এর থেকে উত্তরণের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকলেছুর রহমান সরকার বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের সাথে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মারা ও সাইবারজায়া মেডিকেল ইউনিভার্সিটির সাথে গবেষণা ও শিক্ষা বিষয়ল এমওইউ সম্পাদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যা আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় একটি যুগান্তকারী পদক্ষেপ হবে আমি আশাবাদী।

এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউআই টিএম) এর মেডিকেল অনুষদের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আহমদ নাজরুন, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার মেডিকেল অনুষদের ড. নুরুল ইজ্জাহ এবং সাইবারজায়া মেডিকেল ইউনিভার্সিটির ফার্মেসী অনুষদের ডেপুটি ডীন ড. নুরুল আদিলা উপস্থিত ছিলেন।

এ সময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ক্লিনিক্যাল বিভাগের প্রভাষক ড. মো. শামসুর রহমান এবং ফার্মেসী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সায়েন্টিফিক সেমিনার শেষে প্রতিনিধিগণ ফার্মেসী বিভাগের বিভিন্ন ল্যাবরেটরি, ক্লাসরুম, মেডিসিনাল প্লান্ট গার্ডেন পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2