• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিক্ষার্থীকে হলে প্রবেশে নিষেধাজ্ঞা 

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫৫, ৭ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিক্ষার্থীকে হলে প্রবেশে নিষেধাজ্ঞা 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আবাসিক হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে হলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে হল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জানতে চেয়ে হলের প্রভোস্ট ড. মো. আবু রাশেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি আসলেই সরাসরি কথা বলতে পছন্দ করি। শৃঙ্খলা ভঙ্গ বলতে আমরা হলের শৃঙ্খলাকেই বুঝি। এখন শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণটি যদি উল্লেখ করতাম, তাহলে তা নোটিশে উল্লেখ করা হতো। আমি আমার নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গেও আলোচনা করছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।’

দণ্ডিত শিক্ষার্থীসহ আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন ওই শিক্ষার্থী ধূমপান করে হল থেকে বের হচ্ছিলেন। তখন এ ঘটনা হল প্রভোস্টের নজরে আসলে তৎক্ষণাৎ প্রভোস্ট তাকে ডেকে নিয়ে বিস্তারিত জানতে চান। পরবর্তীতে ওই শিক্ষার্থীর বিভাগ ও আইডি উল্লেখ করে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2