• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের খবরটি ভুয়া

প্রকাশিত: ২২:১৪, ২২ জুন ২০২৫

ফন্ট সাইজ
যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের খবরটি ভুয়া

যশোর শিক্ষাবোর্ডে আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেইক) বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বাংলা প্রথম পত্রের প্রশ্নে অনিয়ম ও চুরি হয়েছে এমন শিরোনামে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ঠদের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

রবিবার (২২ জুন) বিকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। এ ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যশোর কোতোয়ালি মডেল থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, সারাদেশের মতো যশোর শিক্ষাবোর্ডে আগামী ২৬ জুন এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকল ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বোর্ড সংশ্লিষ্টরা। এরমধ্যে শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিটিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নাম উল্লেখ করে ভুয়া স্বাক্ষর করা হয়েছে।

ভুয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র অনিয়ম ও চুরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। শিক্ষার্থীদের স্বার্থ ও পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে ২৬ জুনের অনুষ্ঠেয় বাংলা প্রথম পত্র পরীক্ষাটি স্থগিত করা হলো। পরবর্তীকালে পরীক্ষার তারিখ জানানো হবে। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভ্রান্তি ছড়ায়। অনেক পরীক্ষার্থী নিজ নিজ কলেজে যোগাযোগ করছে বলে খবর পাওয়া গেছে।

এমতাবস্থায় রবিবার দুপুরে বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে এলে ভুয়া প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। এ বিষয়ে বোর্ডের ওয়েব সাইটে বিজ্ঞপ্তি  প্রকাশ করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিনের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জাল করে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং পরীক্ষা আইনে অপরাধ। প্রকৃত পক্ষে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড কর্তৃপক্ষ প্রকাশ করেনি। প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ২০২৫ পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, ‘কে বা কারা ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়ে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। জালিয়াতি চক্রকে ধরতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, ‘বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।’
 
প্রসঙ্গত, যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2