• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ল’ অলিম্পিয়াড

প্রকাশিত: ১৭:৪৭, ১১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ল’ অলিম্পিয়াড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী এস সি এল এস ন্যাশনাল ল’ অলিম্পিয়াড। শুক্রবার (১১ জুলাই) সকালে ল’ অলিম্পিয়াডের উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। এবারের অলিম্পিয়াড এর প্রতিপাদ্য ‘জলবায়ু আইন ও পরিবেশ ন্যায়বিচার’। সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ এই অলিম্পিয়াডের আয়োজন করেছে।

জানা যায়, দুইদিন দিনব্যাপী এই অলিম্পিয়াডে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি দল অংশগ্রহণ করছে। ল’ অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, এবারের এসসিএলএস ল’ অলিম্পিয়াডের প্রধান লক্ষ্য তরুণ আইন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। একইসঙ্গে আইনি বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা ও যুক্তিনির্ভর বিতর্কে দক্ষতা বৃদ্ধি করা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: