• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাত কলেজের ভর্তি কার্যক্রম ২০ জুলাইয়ের মধ্যে, থাকছে সেকেন্ড টাইম

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ 

প্রকাশিত: ১৯:২২, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সাত কলেজের ভর্তি কার্যক্রম ২০ জুলাইয়ের মধ্যে, থাকছে সেকেন্ড টাইম

ছবি: সংগৃহীত

আগামী ২০ জুলাইয়ের মধ্যে রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং চলতি মাস থেকেই শুরু হতে পারে অনলাইন আবেদন। সবকিছু ঠিক থাকলে আগস্ট বা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানান প্রশাসক। এ বছর সাত কলেজের ভর্তি কার্যক্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় আমাদের পাঠদানের অনুমোদন দিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ছোটখাটো কিছু কাজ চলছে। আশা করছি ২০ জুলাইয়ের মধ্যে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবো।

অধ্যাপক ইলিয়াস আরও বলেন, আমরা যে পরিকল্পনা নিয়েছি, তাতে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। দ্রুত ফল প্রকাশ করে অক্টোবরে ক্লাস শুরু করতে চাই আমরা।

ভর্তি পরীক্ষার পদ্ধতির বিষয়ে তিনি বলেন, এ বছর বিদ্যমান পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা বুয়েটের টেকনিক্যাল সহায়তা নেওয়ার চিন্তাভাবনা করছি। বুয়েটের টিমের সঙ্গে কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে ভর্তির টেকনিক্যাল দিকটা বুয়েটই দেখবে। আর এবার শ্রেণিকক্ষের ধারণক্ষমতা অনুযায়ী ভর্তি বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব নয়। আগামীতে আসন কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।

সেকেন্ড টাইমের বিষয় উল্লেখ করে অধ্যাপক ইলিয়াস বলেন, এখন পর্যন্ত আমরা সেকেন্ড টাইম রাখার চেষ্টা করছি। আমাদের ভর্তির কমিটিগুলো কাজ করছে। ভর্তি বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ থাকবে। তবে আগামী বছর থেকে সেকেন্ড টাইম নাও থাকতে পারে।

উল্লেখ্য, ঢাবির অধিভুক্ত থাকার সময়ে চলতি বছরে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে, এতে সাত কলেজের বিজ্ঞান অনুষদে মোট আসন ছিলো ৮ হাজার ৬২৭টি। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ১০ হাজার ১৯টি। ব্যবসায় শিক্ষা অনুষদে আসন ছিলো চার হাজার ৮৯২টি। সব অনুষদ মিলিয়ে মোট ২৩ হাজার ৫২৮টি আসন ছিলো। তবে এ বছর খুব সামান্য কমতে পারে।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2