• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘শেখ হাসিনা ফিরবে’ দেয়াল লিখনের প্রতিবাদে ছাত্রদলের আল্টিমেটাম

প্রকাশিত: ০৯:৫৯, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১০:০৯, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘শেখ হাসিনা ফিরবে’ দেয়াল লিখনের প্রতিবাদে ছাত্রদলের আল্টিমেটাম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘শেখ হাসিনা ফিরবে’ দেয়াল লিখনের প্রতিবাদে ২৪ ঘণ্টার মধ্যে সনাক্ত করে ব্যবস্থা না নিলে প্রশাসনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৬ জুলাই) রাত ১০টায় নিষিদ্ধ সংগঠনের দেয়াল লিখনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেন।

জানা যায়, শহীদ আবু সাঈদের ১ম মৃত্যু বার্ষিকীর দিনে চুপিসারে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘শেখ হাসিনা ফিরবে’, ‘ছাত্রলীগ’, ‘শেখ হাসিনাতেই আস্থা’ ইত্যাদি দেয়াল লিখনি লিখে যায় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা।

ছাত্রদলের নেতাকর্মীরা ধারণা করেন,এগুলো হলে অবস্থানরত পোস্টেড নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছেন, বিশ্ববিদ্যালয় এতো কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরে কারা এগুলো করেছে সিসিফুটেজ দেখে প্রশাসনকে ব্যবস্থা বলেন।

দেওয়াল লিখনির প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মো. আল-আমিন ও সদস্য সচিব রাশেদ মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে আয়োজন করে শাখা ছাত্রদল।
বিক্ষোভটি ক্যাম্পাসের মেইন গেট থেকে শুরু হয়ে দুই হল প্রদক্ষিণ করে আবার মেইনগেটে সামনে এসে শেষ হয়।

এসময় রাশেদ মন্ডল বলেন, ‘সারাদেশ আজকে শোকাহত। শোকের এই দিনে নিষিদ্ধ সংগঠন ও বাকশালের দোসরা দেয়াল লিখনি করে গেছে। কিভাবে ক্যাম্পাসের কড়া নিরাপত্তা পেরিয়ে তারা একাজ করলো? এটা প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। কারা এর পিছনে দায়ী তা খতিয়ে দেয়া দরকার।’ 

আল-আমিন বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আগামী ২৪ ণ্টার ভিতর দোষীদের বের করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দিবো।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2