• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত

প্রকাশিত: ২১:০৫, ২৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত

নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পেছাতে পারে রাকসু নির্বাচনের তারিখ, জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। এছাড়াও, আবাসিক হলের পরিবর্তে ভোটকেন্দ্র হিসেবে একাডেমিক ভবনগুলোকে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে রাকসু নির্বাচন কমিশন অফিসে এ তথ্য জানান তিনি। এসময় পরিবর্তিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে নির্বাচনের তারিখ পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এমন ঘোষণা আসার পরপরই মনোনয়নপত্র সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা শাখা ছাত্রশিবির, সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাবেক সমন্বয়ক ফাহিম রেজাসহ রাকসু নির্বাচনে প্রার্থী হতে যাওয়া শিক্ষার্থীরা যথাসময়ে নির্বাচন আয়োজনের দাবিতে রাকসু ট্রেজারার অফিসের সামনে স্লোগান দিতে থাকে।

ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা জানায়, মনোনয়নপত্র উত্তোলন এবং ভোটকেন্দ্র একাডেমিক ভবনে নেওয়ার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। তবে, নির্দিষ্ট দিনে রাকসু নির্বাচন হতে হবে। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আজ মনোনয়ন বিতরণের তৃতীয় দিন শেষে ভিপি পদে ৬ জন, জিএস পদে ৪ জন ও এজিএস পদে ৫ জনসহ অন্যান্য পদে ১৪২ জন মনোনয়ন উত্তোলন করে। ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন তোলা যাবে। আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের দিন ধার্য রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2