ববিতে রাজনীতি নিষিদ্ধের পরও ইশার নবীনবরণ ও ক্যারিয়ার কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও নবীনবরণ ও ক্যারিয়ার কর্মশালার আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা), ববি শাখা। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের নোটবুক, কলম, হাতপাখা ও সংগঠনের পরিচিতি দিয়ে বরণ করা হয়। ববি শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন হাসিবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন গবেষক, লেখক ও রাষ্ট্রচিন্তক শাইখ মুসা আল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম।
অতিথিরা বিশ্ববিদ্যালয় জীবনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন এবং জাগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেন। একইসাথে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম ও নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি শাহীন মাহমুদ ও হাসান মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক খালিদ হাসান, বর্তমান সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “শিক্ষার্থীদের দাবির মুখে গত বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। সুতরাং ক্যাম্পাস এরিয়ায় ছাত্র-রাজনীতি করার কোনো সুযোগ নেই।আমরা এ বিষয়গুলো করতে ছাত্রসংগঠনদের নিষেধ করেছি ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও সকল পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। তবে এর আগে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ, ইসলামী ছাত্রীসংস্থা ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।কিন্তু উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন পর্যন্ত নিতে দেখিনি।
বিভি/এজেড
মন্তব্য করুন: