• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু: ভোটারের আঙুলে অমোচনীয় কালি না দেওয়ার অভিযোগ

প্রকাশিত: ১২:২৬, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাকসু: ভোটারের আঙুলে অমোচনীয় কালি না দেওয়ার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে কিছু কেন্দ্রে ভোট দেওয়ার সময় আঙুলে অমোচনীয় কালি দিয়ে দাগ না দেওয়া অভিযোগ উঠেছে। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে ও আল বেরুনী হলের ভোটাররা এই অভিযোগ করেছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে এসে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জানান, আমাদের হলে ভোট দেওয়ার সময় কোন ভোটারের আঙুলের ওপর মার্কার দিয়ে দাগ দেওয়া হচ্ছে না। শুধু স্বাক্ষর নিয়ে ব্যালট পেপার দিচ্ছে।

এ বিষয়ে হলের পোলিং কর্মকর্তা জানান, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে তাদের কারও কাছে মার্কার সরবরাহ করা হয়নি। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, সিসিটিভির মাধ্যমে ভোটের নজরদারি করা হচ্ছে।

তবে ২১ নম্বর ছাত্র হলে (সাবেক শেখ রাসেল হল) হাতে মার্কারের দাগ দিয়ে ভোটগ্রহণ হচ্ছে। এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা মোসাব্বের হোসেন বলেন, কেন্দ্রে মার্কার ব্যবহারের কেন্দ্রীয় নির্দেশনা নেই। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মার্কার ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, সব হলেই ভোটারদের ভোট দেওয়া শেষে আঙুলে কালি দেওয়ার নির্দেশ রয়েছে। প্রতিটি কেন্দ্রে অমোচনীয় কালি দেওয়ার জন্য দুটি করে কলম দেওয়া হয়েছে। সব হলেই দেওয়ার কথা। ওই হলে কেন দেওয়া হচ্ছে না তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান।

বিভি/এজেড

মন্তব্য করুন: