• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জামায়াত নয়, বিএনপির প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে ওএমআর: জিএস প্রার্থী মাজহারুল

প্রকাশিত: ১৭:০৬, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জামায়াত নয়, বিএনপির প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে ওএমআর: জিএস প্রার্থী মাজহারুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য কেনা ওএমআর ফরম যে প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে সেটি জামায়াত নয় বরং বিএনপি সমর্থিত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এসময় তিনি কিছু প্রমাণ হাজির করেন।

মাজহার বলেন, অনেকে বলেছে ওএমআর মেশিন যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটি জামায়াতের প্রতিষ্ঠান বলে অনলাইনে সয়লাব। আমরা আপনাদের বলতে চাই যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে এইচআর সফট বিডি, সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার রোকমনুজ্জামান রনি। তার ফেসবুক পোস্টে দেখুন খালেদা জিয়া, তার আইনজীবি সানাউল্লাহকে প্রমোট, তারেক জিয়া, ড. ইউনুসের ছবি পোস্ট করা আছে। এছাড়া খালেদা জিয়ার ছবি বিকৃত করা নিয়ে ফেসবুক পোস্টে প্রতিবাদও জানিয়েছেন। তাহলে তিনি কিভাবে জামায়াত হন? কেন এতো মিথ্যাচার করা হলো?

তিনি আরও বলেন, আমাদের কথা হলো ব্যক্তি যেই হোক বা মেশিনটা কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটা কোনো ফ্যাক্ট হওয়ার কথা না। মেশিনে যদি কোনো ত্রুটি থাকে সেটি নিয়ে কথা উঠা উচিত। আমরা যদি বলি বর্তমান ভিসি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন। তাহলে কি বিশ্ববিদ্যালয়টি বিএনপির হয়ে গেছে? আপনারা মিথ্যাচার বন্ধ করুন। শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে কথা বলুন।

এর আগে, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে সরবরাহ করা ওএমআর ফরম জামায়াতের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে থাকেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরাসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: