• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রদল-শিবিরের কেউ না, জাকসুর ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী জিতু

প্রকাশিত: ১৯:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:২৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ছাত্রদল-শিবিরের কেউ না, জাকসুর ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী জিতু

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ছাত্র সংসদ নির্বাচন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ৩৪ বছর পরের এই নির্বাচনের ভোটগ্রহণের পর গণনা ও ফল ঘোষণায় ছিল ব্যাপক বিলম্ব। যা রীতিমত ক্ষোভের সৃষ্টি করেছিল। তবে সব শঙ্কা কাটিয়ে ঘোষিত হয়েছে জাকসুর ফলাফল। সেখানে ভিপি পদে বিজয়ী হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে গঠিত স্বতন্ত্রদের নিয়ে গঠিত প্যানেলের আব্দুর রশিদ জিতু।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার কিছু সময় আগে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন।

ভিপি পদের ৫ প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা: আব্দুর রশিদ জিতু ৩৩৩৪, আরিফ উল্লাহ ২৩৯২, আরিফুজ্জামান উজ্জ্বল ১২১১, শেখ সাদী হাসান ৬৪৮, সোহানুর রহমান ১১৫ ও রাব্বি হোসেন ৭০।

জাকসুতে মোট পদের সংখ্যা ২৫টি। এর মধ্যে ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জিততে পারেননি। জিএসসহ বাকি ২১টি পদেই বড় জয় পেয়েছে শিবিরের প্রার্থীরা।

জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছে ইংরেজি বিভাগের (৪৮তম ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী মাজহারুল ইসলাম। যিনি জুলাই গণঅভ্যুত্থানে রাজপথ থেকে পুলিশের হাতে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়া কিশোর ফায়াজের বড় ভাই।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস-ছাত্র) পদে প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের (৪৮ ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন।

শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি বিজয়ী হয়েছেন। তারা সবাই শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোটের’ প্রার্থী।

সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী শেখ জিসান আহমেদ ছিলেন স্বতন্ত্র প্রার্থী। সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম সমন্বিত শিক্ষার্থী জোট থেকে বিজয়ী হয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে জাতীয় দলের ফুটবলার ও বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র প্যানেল থেকে বিজয়ী হয়েছে। 

সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান,  সহ-ক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা। আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন বিজয়ী হয়েছে। এই তিনজনও সমন্বিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করেছেন।

সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন আহসান লাবিব।

সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাত্র) তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা,

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন। 

এছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন - ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা , হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, ও মোহাম্মদ আলী চিশতী (বাগছাস)।

বিভি/এজেড

মন্তব্য করুন: