• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রাবিতে শাটডাউন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষকদের

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৬:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাবিতে শাটডাউন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষকদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।। তবে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সহযোগিতা প্রত্যাশা করেন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষকরা আগে থেকেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরেছেন। 

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, "উপাচার্য মহোদয়ের মোখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল ২৬-০৯-২০২৫ তারিখ থেকে আপাততঃ স্থগিত ঘোষণা করছে। যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিতকৃত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে।"

এ বিষয়ে জানতে চাইলে ইউট্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. মো. খালেদউজ্জামান (মিজান) বলেন, আমরা প্রশাসনের আশ্বাসে আমাদের কর্মসূচি স্থগিত করেছি। তবে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আবারও কঠোর আন্দোলনে যাবো। পোষ্য কোটার বিষয়ে আমরা কোন কথা বলতে চাইনা।

রাকসু নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক ড. মো. খালেদউজ্জামান (মিজান) জানান, "রাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন ভালো জানেন। তবে সুষ্ঠু রাকসু নির্বাচন দিতে যা যা করনীয় তা যদি প্রশাসন করতে পারে তাহলে অবশ্যই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।"

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2