• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

জবিতে ফ্রিতে ১০০০ ছাত্রীকে হিজাব দিলো ছাত্রীসংস্থা

প্রকাশিত: ১৯:০৩, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জবিতে ফ্রিতে ১০০০ ছাত্রীকে হিজাব দিলো ছাত্রীসংস্থা

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক হাজার শিক্ষার্থীর মধ্যে হিজাব বিতরণ করেছে শাখা ইসলামী ছাত্রীসংস্থা।

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শুরু হওয়া এই কর্মসূচি চলমান থাকে আজ বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত।

আয়োজকরা বলেন, ১০ তারিখ সকাল থেকে ১১ তারিখ সকাল পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রেশন করেন এক হাজার ১৫ জন শিক্ষার্থী। যাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী আজ হিজাব সংগ্রহ করেছেন। যারা এখনও সংগ্রহ করেননি, তাদের কাছেও আমরা হিজাব পৌঁছে দেবো।

শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন গণমাধ্যমকে বলেন, যেসব আপুরা পর্দা করেন এবং যারা করেন না, উভয় আমাদের থেকে হিজাব সংগ্রহ করেছেন। আমরা আসলে এই বার্তা দিতে চাই যে, হিজাব আসলে আমার উন্নতি বা অগ্রগতির অন্তরায় নয়, বরং সুরক্ষা। আমরা হিজাবের প্রতি নারী শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে চাই এবং তাদের মধ্যে থাকা হিজাব নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক সাড়া পাচ্ছি।

হিজাব সংগ্রহ করা অর্থনীতি বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী গাজী সামিয়া অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, আমি এ ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানাই। এখানে মডেস্টি প্রচার করা হচ্ছে। একই সঙ্গে এখান থেকে আমাদের মধ্যে কানেক্টিভিটি বাড়ছে। ক্যাম্পাসে আসতে এই প্রোগ্রামগুলো আমাদের উৎসাহ দেয়। আমি মনে করি, এ ধরনের প্রোগ্রাম সব সংগঠনেরই আয়োজন করা উচিত।

বিভি/এআই

মন্তব্য করুন: