কলেজের দেয়াল ভেঙ্গে ব্যাংকের বুথ স্থাপন; সমালোচনার ঝড়
রাজধানীর ঢাকা কলেজের দেয়াল ভেঙ্গে ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা।
শিক্ষার্থীদের অভিযোগ, নিউমার্কেট এলাকা ও কলেজের আশপাশে ইতোমধ্যে একাধিক এটিএম বুথ রয়েছে। ক্যাম্পাসের দেয়াল ভেঙ্গে নতুন করে বুথ স্থাপনের কোন যৌক্তিকতা নেই। কলেজের পরিবহন সংকট, দীর্ঘ দিন ধরে নতুন ভবনের লিফট অচল, ল্যাবের সরঞ্জামাদি অচল, ক্লাস রুম সংস্কার এবং আবাসিক সংকটসহ অন্যান্য সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীদের। কিন্তু কলেজ প্রশাসনের সেগুলো সমাধানের কোন খবর নেই। অথচ ক্যাম্পাসকে ঝুঁকিতে ফেলে এটিএম বুথ স্থাপন করছে। এতে ক্যাম্পাসকে নিরাপত্তাহীনতায় ফেলা হচ্ছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থী বলেন, "ক্যাম্পাসে আবাসন ও পরিবহনের তীব্র সংকট। নতুন ভবনের লিফট বহুদিন ধরে অচল, ল্যাবের সরঞ্জাম নষ্ট এবং কয়েকটি ক্লাসরুমের অবস্থা বেহাল। আমাদের প্রকৃত সমস্যা সমাধান না করে প্রশাসন উল্টো দেয়াল ভেঙে ক্যাম্পাসের নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে। যে এলাকায় আগে থেকেই এত এটিএম বুথ আছে, সেখানে আরও একটি বুথের কী দরকার?”
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, শিক্ষার্থীরা প্রায়ই মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করে। ব্যাংকের বুথ থাকলে তারা নিরাপদে টাকা উত্তোলন ও লেনদেন করতে পারবে। এটি সম্পূর্ণ শিক্ষার্থীদের স্বার্থে করা হচ্ছে। যদি শিক্ষার্থীরা না চায়, তাহলে এটি হবে না।
বিভি/এজেড




মন্তব্য করুন: