• NEWS PORTAL

  • রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

জাবিতে রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

প্রকাশিত: ২১:০৭, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাবিতে রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে এ তথ্য।

আদেশে বলা হয়েছে, ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী- ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর যে কোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো। রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি/রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এদিকে সাংস্কৃতিক রাজধানী খ্যাত ক্যাম্পাসে রাত ১০টার পর অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য প্রশাসনের এমন সময় বেঁধে দেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। এটিকে শিক্ষার্থীদের সুস্থ সাংস্কৃতিক চর্চায় হস্তক্ষেপ বলে মনে করেন তারা।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2