অধ্যাদেশ জারির দাবিতে সাইন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি করার দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবরোধ করেছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় মিরপুর রোডের সাইন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করলে মুহূর্তেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গুরুত্বপূর্ণ এই রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো স্পষ্ট করতে বিলম্ব করা হচ্ছে এবং বিভিন্ন দপ্তরের টালবাহানা তাদের শিক্ষাজীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। দ্রুত অধ্যাদেশ জারির মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানান তারা। তবে, শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, দেড় বছর ধরে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিচয় সংকট দূর করতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। গত অক্টোবরে প্রস্তাবিত অধ্যাদেশ তাদের জন্য আধুনিক বিশ্ববিদ্যালয় কাঠামো গড়তে পারে হলেও কিছু শিক্ষা ক্যাডারের বিরোধিতায় সংকট দীর্ঘ হচ্ছে। অভিযোগ তুলে তিনি বলেন, ভর্তি থেকে ক্লাস শুরুর প্রতিশ্রুতি, সব ক্ষেত্রেই শিক্ষকদের টালবাহানায় শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়েছে। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না।
ইডেন মহিলা কলেজের আরেক শিক্ষার্থী বলেন, তাদের একমাত্র দাবি অধ্যাদেশ জারি। তিন মাস ধরে ক্লাস না হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা। প্রশাসনের বারবার সময়ক্ষেপণের অভিযোগ তুলে তিনি বলেন, অধ্যাদেশ জারিই তাদের সমস্যার একমাত্র সমাধান।
এদিকে, ঢাকা কলেজের শিক্ষকরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের স্কুলিং মডেল ও হাইব্রিড সিস্টেম বাতিল করে ঐতিহ্যবাহী সাত কলেজের স্বতন্ত্র কাঠামো বহাল রাখার দাবিতে কলেজটির মূল ফটকের সামনে মানববন্ধন করছেন। তারা বলছেন, কলেজগুলোর বিদ্যমান কাঠামোতে উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান) ও মাস্টার্স শ্রেণির শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রতিটি টায়ারে যোগ্য সকল কর্মকর্তার পদোন্নতি নিশ্চিতের দাবি জানান।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: