• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করলেন প্রাথমিকের শিক্ষকরা

প্রকাশিত: ০৪:৫১, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৪:৫১, ৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করলেন প্রাথমিকের শিক্ষকরা

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন দফা দাবিতে চলমান শাটডাইন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবয়ন পরিষদ ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। তবে, কর্মবিরতি স্থগিত করেননি শিক্ষরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে শিক্ষক নেতারা বৈঠক করে সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষক নেতারা জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) নেওয়ার জন্য শাটডাইন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে প্রাথমিক শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যয়ন গ্রহণ করা হবে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবয়ন পরিষদ ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায় বাস্তবায়ন পরিষদ এবং সংগঠনগুলোর ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হলো। আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2