• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শতাধিক এতিমের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

প্রকাশিত: ২১:২০, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:২১, ১১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শতাধিক এতিমের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে শতাধিক এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর স্যার সলিমুল্লাহ্ এতিমখানাস্থ গোর-ই-শহীদ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিমখানা'র প্রায় ১২০ জন ছেলে-মেয়েদের মাঝে খাবার বিতরণ করেন কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল ওহেদ ও সদস্য সচিব মেহেদী হাসান।
 
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। আরো উপস্থিত ছিলেন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সিফাত ইবনে আমিন, মোহতাসিম বিল্লাহ্ হিমেল, হামিম আল আজাদসহ হল ছাত্রদলের সকল নেতা-কর্মীবৃন্দ। 

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া'র দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2