• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

আবার শিরোপার দুয়ারে প্রথম আসরের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আবার শিরোপার দুয়ারে প্রথম আসরের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়

গতি, গোল আর অটুট আত্মবিশ্বাসে ভর করে আবারও ইতিহাসের ঠিক সামনে দাঁড়িয়ে গণ বিশ্ববিদ্যালয়। ইস্পাহানি–প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরে দাপুটে পারফরম্যান্সে ফাইনালে উঠে এসেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটি। ২০২৩ সালে যেখানে শিরোপা জয়ের গল্প শুরু হয়েছিল, দুই বছর পর সেই ট্রফি ফেরানোর লড়াইয়ে এখন মাত্র এক ধাপ দূরে গবি।

টুর্নামেন্টের শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা, সুশৃঙ্খল রক্ষণ আর গতিময় ফুটবলে প্রতিপক্ষকে একের পর এক চাপে রেখেছে গণ বিশ্ববিদ্যালয়। প্রথম ম্যাচেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের বার্তা দেয় দলটি। এরপর ইস্টার্ন ইউনিভার্সিটির বিপক্ষে ৫–০ গোলের বড় জয় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৬–১ ব্যবধানের দাপুটে পারফরম্যান্সে পরিষ্কার হয়ে ওঠে গবির শিরোপা ক্ষুধা। কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৪–১ গোলের জয় সেই বার্তাকে আরও জোরালো করে।

সেমিফাইনালে এসে গণ বিশ্ববিদ্যালয় যেন আরও দাপুটে ও নিয়ন্ত্রিত। চট্টগ্রাম অঞ্চলের চ্যাম্পিয়ন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিপক্ষে ৬–০ গোলের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি। ম্যাচে হ্যাটট্রিক করেন সাইফ সামসুদ। রাফায়েল টুডু করেন দুটি গোল, আরেকটি যোগ করেন হীরা ঘোষ। পুরো ম্যাচজুড়ে মিডফিল্ডের দখল, উইং দিয়ে ধারাবাহিক আক্রমণ আর রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিপক্ষকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি গবি। ইনজুরির কারণে অধিনায়ক আরাফাত মিয়াকে মাঠ ছাড়তে হলেও দলের ছন্দ ও আত্মবিশ্বাসে কোনো প্রভাব পড়েনি।

এই আসরে একের পর এক হ্যাটট্রিক ও বড় ব্যবধানে জয়ের ম্যাচগুলোতে রাফায়েল টুডু ও সাইফ সামসুদ আলো কেড়েছেন, তবে মিডফিল্ডের নিয়ন্ত্রণ, রক্ষণভাগের দৃঢ়তা ও সামগ্রিক দলগত সমন্বয়ই গণ বিশ্ববিদ্যালয়কে এনে দিয়েছে একটি পরিপূর্ণ ও আত্মবিশ্বাসী দলের পরিচিতি। সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাইফ সামসুদ।

ইস্পাহানি–প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালে। সেই প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে নিজেদের নাম ইতিহাসে তুলে ধরে গণ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় আসরে শিরোপা অধরা থাকলেও তৃতীয় আসরে এসে আবারও প্রমাণ করেছে কেন তারা এই টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ও ভয়ংকর দলগুলোর একটি।

উল্লেখ্য, আগামী সোমবার জাতীয় ফুটবল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুখোমুখি হবে গণ বিশ্ববিদ্যালয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2