• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ২২:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল আজ (১৪ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের dgme.gov.bd ওয়েবসাইটে আইডি ও পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে।

নির্বাচিত প্রার্থীদের মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ জন এবং বিডিএস ৫৪৫ জন। সরকারি ৩৭ টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, ৮ টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ৫ হাজার ৬৪৫ টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩  জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন  (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫। 

এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৭ হাজার ৩৬১ টি; যার মধ্যে এমবিসিএস ৬ হাজার ১ টি এবং বিডিএস ১ হাজার ৩৬০ টি। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন; এদের মধ্যে পুরুষ ৪৯ হাজার  ২৮ জন এবং নারী ৭৩ হাজার ৬০৪ জন। 

এ বছর ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ (১.৭৯%) জন, বহিষ্কৃত  পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা  ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)। 

বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯ টি ভেন্যুতে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2