• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থীদের যে সুখবর দিলো সৌদি 

প্রকাশিত: ১২:১৪, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশি শিক্ষার্থীদের যে সুখবর দিলো সৌদি 

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা হ‌য়ে‌ছে। বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ৫০০ করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ ডি‌সেম্বর) রা‌তে এই তথ্য জা‌নি‌য়ে‌ছে রিয়া‌দে অবস্থিত বাংলা‌দেশ দূতাবাস। 

দূতাবাস জানায়, সৌদি আরব ৩০টি পাবলিক ও ১৪ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রদান করে আসছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করা হয়ে থাকে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে। 

যে সকল বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে

অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল, এই ১০ বিষয়ে সৌদিতে বৃত্তির আওতায় পড়তে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

বয়সসীমা

স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। অন্যদিকে, স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ৩০ বছর এবং পিএইচডির জন্য ৩৫ বছর।

বৃত্তি নিয়ে পড়ার সুযোগে আছে সৌদির যেসব বিশ্ববিদ্যালয়ে

বৃত্তির আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, হাইল বিশ্ববিদ্যালয়, নাজরান বিশ্ববিদ্যালয়, জাযান বিশ্ববিদ্যালয়, উম্মুল ক্বোরা বিশ্বদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে। 

পূর্বে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে আবেদন করতে হতো। ওয়েবসাইটের প্রাপ্ত তথ্য মতে, ভর্তিচ্ছু শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদনের পর মেধার ভিত্তিতে নির্দিষ্ট কোটা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন প্রক্রিয়া: Study in Saudi নামক একটি একক অনলাইন প্লাটফর্ম চালু করা হয়েছে। 

সৌদি বৃত্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট— https://studyinsaudi.moe.gov.sa/Universities

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2