দীপু ও আয়শা হত্যাকাণ্ডসহ সব মব সন্ত্রাসের বিচার দাবি ঢাবি ছাত্রদলের
ময়মনসিংহের ভালুকায় দীপু হত্যা এবং লক্ষ্মীপুরের বিএনপির নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে তার ৭ বছর বয়েসি শিশু কন্যা আয়শা আক্তারকে হত্যা করার ঘটনাসহ দেশব্যাপী মব সন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে আরম্ভ হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। কর্মসূচিতে উপস্থিত থাকবেন ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মসূচি গ্রহণ করেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: