• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

জাবির ‘সি’ ইউনিটে আসন ৪৬৬টি, পরীক্ষা দিলেন ৪৭৪৯৮ জন

সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:৪০, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাবির ‘সি’ ইউনিটে আসন ৪৬৬টি, পরীক্ষা দিলেন ৪৭৪৯৮ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫১ থেকে ১৭৫টি কক্ষে এ ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে ছাত্রদের জন্য ২৩৩টি এবং ছাত্রীদের জন্য ২৩৩টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৪৯৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ২০ হাজার ৪০১ জন ছাত্র এবং ২৭ হাজার ৯৭ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। এ দিন মোট ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পুরাতন কলা ভবন ও কলা ও মানবিকী অনুষদের নতুন ভবনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে তিনি অধিকাংশ শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করেছেন। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা থেকে ক্যাম্পাসে প্রতি দুই ঘণ্টা পরপর অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জাকসু, সেনাবাহিনী, পুলিশ, প্রক্টরের নেতৃত্বাধীন শৃঙ্খলা কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে, যাতে পরীক্ষার্থীরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে।

তিনি ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এদিকে, আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ছাত্রদের জন্য ১৬৩টি এবং ছাত্রীদের জন্য ১৬৩টি আসনের বিপরীতে ৮ হাজার ৮০১ জন ছাত্র ও ১১ হাজার ৭৮৪ জন ছাত্রী আবেদন করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2