• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ 

প্রকাশিত: ০৯:২৮, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ 

ফাইল ছবি

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসজুড়ে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সই করেছেন উপসচিব মো. আব্দুল কুদ্দুস। 

প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। এই ছুটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৫ মার্চ পর্যন্ত। 

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উপলক্ষে আরও ১০ দিনের ছুটি রাখা হয়েছে। পাশাপাশি তালিকায় ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত রয়েছে।

একই প্রজ্ঞাপনে ২০২৬ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরু, বার্ষিক পরীক্ষা ও নির্বাচনি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুন। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন। এই পরীক্ষার ফল আগামী ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে।

অন্যদিকে দ্বাদশ শ্রেণি তথা এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার ফল মার্চ মাসের মধ্যেই প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2