• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

হলরুমে বিশৃঙ্খলা, শুরু হয়নি জকসু নির্বাচনের ভোটগণনা

প্রকাশিত: ২০:১৯, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৫২, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হলরুমে বিশৃঙ্খলা, শুরু হয়নি জকসু নির্বাচনের ভোটগণনা

কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হলরুমে বিশৃঙ্খল অবস্থা, শুরু হয়নি জকসু নির্বাচনের ভোটগণনা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ তথ্য জানা গেছে। জানা যায়, হলরুমে ধারণ ক্ষমতার অনেক বেশি শিক্ষার্থী প্রবেশ করে। একবার বের করে দেওয়ার পরও আবার প্রবেশ করে তারা। এ নিয়ে বিশৃঙ্খল অবস্থায় বন্ধ রয়েছে ভোটগণনা।

এর আগে একইদিন বেলা ৩টায় ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময়সীমা শেষ হলেও লম্বা লাইনের জন্য শেষ হতে আরও কিছু সময় নেওয়া হয়। প্রায় বিকেল ৪টার পরে শেষ হয় ভোটগ্রহণ। এরপরই ব্যালট বক্স ভোট গণনাকেন্দ্রের দিকে নিয়ে যায় নির্বাচন কমিশন। সন্ধ্যা ৬টায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ কেন্দ্র দিয়ে ভোট গণনা শুরু হয়। কিন্তু, হলরুমে জায়গা সংকূলান না হওয়ায় হলরুম থেকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সাংবাদিক, প্রার্থী এবং প্রার্থীর এজেন্ট ছাড়া অন্যদের বেরিয়ে যেতে নির্দেশ দেয় জকসু নির্বাচন কমিশন। একদফা সবাইকে বের করে বেছে বেছে প্রবেশ করানো হয়। কিন্তু, পরে তারা আবার জোর করে ঢুকে যায়। এ কারণে বন্ধ রয়েছে ভোটগণনা। তবে, প্রধান ফটকে পুলিশের কড়া তৎপরতার কারণে এখন বাহির থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না কেউই।

 

 

 

এর আগে দুপুরে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আমরা আশা করছি প্রায় ৬৫ শতাংশ ভোট কাস্টিং হবে। সব কেন্দ্রের তথ্য হাতে এলে বিস্তারিত জানানো যাবে। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক। 

অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ক্যাম্পাস তুলনামূলকভাবে ছোট এবং এটি প্রথমবারের মতো জকসু নির্বাচন হওয়ায় কিছু ছোটখাটো সমস্যা দেখা দিয়েছে। তবে ক্যাম্পাসের ভেতরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2