জকসুর ভোট গণনা স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেলে। সন্ধ্যা ছয়টা থেকে ভোটগণনা শুরুর কথা থাকলেও হলরুমে বিশৃঙ্খলার কারণে তা দেরি হয়। গণনা শুরুর কিছু সময় পরই কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত বলে ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ৩০ এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।
এই পরিস্থিতিতে সব ভিপি ও জিএসের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে দুপুরে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আমরা আশা করছি প্রায় ৬৫ শতাংশ ভোট কাস্টিং হবে। সব কেন্দ্রের তথ্য হাতে এলে বিস্তারিত জানানো যাবে। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক।
অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ক্যাম্পাস তুলনামূলকভাবে ছোট এবং এটি প্রথমবারের মতো জকসু নির্বাচন হওয়ায় কিছু ছোটখাটো সমস্যা দেখা দিয়েছে। তবে ক্যাম্পাসের ভেতরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট।
এর আগে সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকাল ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজারের বেশি।
বিভি/টিটি




মন্তব্য করুন: