চবিতে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছে চবি ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এসময় তারা অভিযোগ করে বলেন, গত শুক্রবার ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১৫৩ জনকে নিয়োগ দেওয়া হয়। এতে প্রভাষক হয়েছেন উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খানও। স্বজনপ্রীতির মাধ্যমে এসব নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযো্গ তোলেন তারা। এসময় তারা উপ-উপাচার্য শামিম উদ্দীন খানের পদত্যাগও দাবি করেন।
এর আগে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় দূর্নীতি দমন কমিশন(দুদক)।
অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ও পরীক্ষার নম্বরপত্র যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে বিপুল সংখ্যক এই নিয়োগ বৈধ ছিলো কি না।
বিভি/এআই



মন্তব্য করুন: