• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত: ২০:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে। এ প্রেক্ষাপটে গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশের মাদরাসাগুলোর জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

নির্দেশনা অনুযায়ী, এ প্রচারণার দায়িত্ব পালন করবেন মাদরাসার প্রতিষ্ঠানপ্রধানরা। গণভোটের পক্ষে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন, লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে বলা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তর তাদের নিজস্ব ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করে। চিঠিটি দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রচারিত লিফলেটের বক্তব্য এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য কণিকা-৯-এ বর্ণিত তথ্য সংবলিত স্ট্যান্ডিং ব্যানার তৈরি করে মাদরাসা প্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ অফিসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন। পাশাপাশি নির্বাচন কমিশন থেকে সরবরাহকৃত তথ্যাদিযুক্ত ড্রপডাউন ব্যানার শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া গণভোট বিষয়ে গণসচেতনতা সৃষ্টি ও ভোটারদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে গণভোটের উদ্দেশ্য, সময় এবং ভোট প্রদানের নিয়ম তুলে ধরে সংশ্লিষ্ট মাদরাসায় ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতিষ্ঠানপ্রধানরা অভিভাবক সমাবেশ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অন্যান্য অনুষ্ঠান বা আয়োজনে গণভোট বিষয়ে সচেতনতামূলক বার্তা উপস্থাপন করবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাধ্যমে পরিবারে গণভোট সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মাদরাসার ফেসবুক পেজ বা নোটিশ বোর্ডে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক তথ্য প্রচার করতে হবে।

এ অবস্থায়, উক্ত নির্দেশনার ধারাবাহিকতায় সংযুক্ত দুটি লিফলেট সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে কিংবা এক পাতায় উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: