• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

উত্তরপত্রে ‘আজকে আমার মন ভালো নেই’ লিখলেন শিক্ষার্থী, অতঃপর...

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৬, ২৪ জুন ২০২২

ফন্ট সাইজ
উত্তরপত্রে ‘আজকে আমার মন ভালো নেই’ লিখলেন শিক্ষার্থী, অতঃপর...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ সেশনের ইংরেজি বিভাগের তানভীর মাহতাব নামে এক শিক্ষার্থী পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে 'স্যার আজকে আমার মন ভালো নেই' লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে হাসিঠাট্টা তামাশায় পরিণত হয়েছে। অপরদিকে বিষয়টি শিক্ষকরা জানার পর ওই ছাত্রকে আগামী রবিবার বিভাগে ডেকেছেন।

জানা গেছে, মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত একটি উত্তরপত্র নিয়ে যান সেই শিক্ষার্থী। পরে বুধবার রাতে সেই উত্তরপত্রে আজকে আমার মন ভালো নেই লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি। তারপর বিষয়টি সব জায়গায় ভাইরাল হয়ে যায়। পরে সে শিক্ষার্থী পোস্টটি ডিলিট দিয়ে দেন। 

ঐ শিক্ষার্থী বলেন, আমি এটি আমার টাইমলাইনে ফানি পোস্ট হিসেবে দিয়েছিলাম। পরে বুঝতে পেরে আমি পোস্টটি ডিলিট দিয়ে দেই। আমি প্রথমে বুঝতে পারিনি বিষয়টি এইরকম ভাইরাল হয়ে যাবে। ইনভিজিলেটর এর স্বাক্ষর আমি করেছি। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মমিন উদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কারভাবে এখনো কিছু জানি না। ঐ শিক্ষার্থীকে রবিবার বিশ্ববিদ্যালয়ে এসে দেখা করতে বলা হয়েছে। তখন আমরা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ভাবে জেনে পরবর্তী পদক্ষেপ নিবো। ভাইরাল হওয়া অতিরিক্ত উত্তরপত্রে ইনভিজিলেটর স্বাক্ষরটি ইংরেজি বিভাগের কোনো শিক্ষকের নয়। এটি বহিষ্কারযোগ্য অপরাধ হলে কর্তৃপক্ষ সেটি করতে পারবে।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমি এখনো কিছু জানি না। 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে বিভাগ যা বলবে তা। তবে উত্তরপত্রটি আমি দেখিনি। তাই এবিষয়ে কিছু বলা যাচ্ছে না। 

বিভি/এসি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2