• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার দাবি অভিভাবকদের

প্রকাশিত: ০১:১১, ২৭ জুলাই ২০২২

ফন্ট সাইজ
রাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার দাবি অভিভাবকদের

সময়, অর্থ সাশ্রয় ও ভোগান্তি লাঘব করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে চান অভিভাবকেরা। মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা সন্তানদের সঙ্গে এসে এসব কথা বলেন অভিভাবকেরা।

তারা বলেন, এক বিভাগ থেকে আরেক বিভাগে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনেক ভোগান্তির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যদি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হতো, তবে ভোগান্তি অনেকটা লাঘব হতো। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিলে খুব ভালো হয়। এতে সবার ভোগান্তি অনেকটা লাঘব হবে। এ সংক্রান্ত পরিকল্পনা আমাদের রয়েছে। তবে আমার একক কোনো সিদ্ধান্তে এটা বাস্তবায়ন সম্ভব নয়। ডিন ও বিভাগীসহ এ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে পরবর্তী সময়ে আমরা সিদ্ধান্ত নেবো।’

বিভি/এনএ

মন্তব্য করুন: