ওয়েব দুনিয়ায় পা রাখলেন মাধুরী, দেখা যাবে ‘ফাইন্ডিং অনামিকা’য়

সম্প্রতি একগুচ্ছ প্রজেক্ট ঘোষণা করেছে নেটফ্লিক্স। এতে দেখা গেছে ওয়েব সিরিজের দুনিয়ায়ও হাঁটতে শুরু করেছেন এককালের বলিউড হার্টথ্রব মাধুরী দীক্ষিত। জানা গেছে, ‘ফাইন্ডিং অনামিকা’য় অভিনয় করবেন মাধুরী। সহশিল্পী হিসেবে আছেন সঞ্জয় কাপুর ও মানব কউল। বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলি পরিচালনা করেছেন প্রজেক্টটি।
নেটফ্লিক্সের আরেক প্রজেক্ট আরণ্যকে অভিনয় করেছেন পরমব্রত, পরিচালনা করেছেন বিনয় ওয়েইকুল। আসছে সোমবার অলঙ্কৃতা শ্রীবাস্তব ও বর্ণিলা চট্টোপাধ্যায় পরিচালিত ‘বম্বে বেগমস’ দেখা যাবে নেটফ্লিক্সে। অভিনয় করেছেন পূজা ভাট, সাহানা গোস্বামী, অম্রুতা সুভাষ ও রাহুল বসু । আর মাধবন ও সুরভীন চাওলাকে দেখা যাবে ‘ডিকাপলড’-এ ।
[caption id="attachment_76127" align="aligncenter" width="1200"]'বম্বে বেগমস' এর ট্রেলার[/caption]
সাক্ষী তনওয়ার অভিনয় করেছেন ‘মাই’ প্রজেক্টে। থাকছে ‘মাসাবা মাসাবা সিজন ২’ ও ‘মিসম্যাচড সিজন ২’। মনোজ বাজপেয়ী, গজরাজ রাও, কে কে মেনন, আলি ফজল রাধিকা মদন অভিনীত ‘রে’র অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এছাড়াও থাকছে ‘শি সিজন ২’ এবং ‘ইয়ে কালি কালি আঁখে’ সিরিজ।
বিভি/এসএইচ/এমএইচকে