বিনোদন সাংবাদিক মোশাররফ রুমীর ইন্তেকাল

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বিনোদন বিটের সিনিয়র সাংবাদিক মোশাররফ রুমী আর নেই। আজ ৮ মার্চ (সোমবার) বিকালে মুগদা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
দৈনিক মানবজমিনের শুরু থেকেই মোশাররফ রুমী বিনোদন বিভাগে কাজ শুরু করেন। গত বছরের মাঝামাঝিতে এ বিভাগের প্রধান থাকা অবস্থায় অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ (৮ মার্চ) বিকালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয়বার স্ট্রোক হয় তার।
পরিবার জানায়, বাদ এশা রাজধানীর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।
বিভি/এডিজেড/এনজি
মন্তব্য করুন