সিনেমার প্রযোজকে প্রাণনাশের হুমকি
‘ভালোবাসার জোয়ার’ সিনেমার প্রযোজক
‘ভালোবাসার জোয়ার’ সিনেমার জন্য ছবিটির প্রযোজক মাহাবুব হাসান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি এই প্রযোজকের ফোনে অপরিচিত একটি নাম্বার থেকে কল দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যেও রমনা থানায় সাধারণ ডায়রিও করেছেন মাহাবুব হাসান খান।
প্রযোজক মাহাবুব হাসান খান বাংলাভিশনকে বলেন, ‘রাতে একটি নাম্বার থেকে কল আসে। আমি কলটি রিসিভ করতেই আমাকে নানা বাজে বাজে গালি দিয়ে হত্যা করার হুমকি দেন। কিন্তু তার পরিচয় কিছুই বলেনি। আমি ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছি।’
কাউকে সন্দেহ হয় নাকি জানতে চাইলে এই প্রযোজোক বলেন, ‘আসলে সাথে কারও কোনো শত্রুতা নেই। তাছাড়া আমার ছবির কাজও প্রায় শেষের দিকে। আমি প্রায় সবার পারিকশ্রমিক পরিশোধও করেছি। আসলে কে বা কারা আমাকে হুমকি দিচ্ছে আমি কিছুই ধারণা করতে পারছি না।’
প্রসঙ্গত, ‘ভালোবাসার জোয়ার’ ছবিটির কাজ প্রায় শেষের দিকে। ছবিটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, রোশান, ভাবনাসহ আরও অনেকেই ।
বিভি/জোহা
মন্তব্য করুন: