• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব খান

প্রকাশিত: ১৮:২১, ১৭ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব খান

ছবি: শাকিব খান

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানি প্রসঙ্গে মুখ খুলেছেন চিত্রনায়ক শাকিব খান। এ ঘটনায় শোবিজের অনেক তারকাই ইতোমধ্যে কথা বলেছেন। এ তালিকায় আছেন- চিত্রনায়িকা পরীমনি, পূজা চেরি, শবনম বুবলী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা নিলয় আলমগীর, নির্মাতা আশফাক নিপুন, মোস্তফা সরয়ার ফারুকী, কনটেন্ট  ক্রিয়েটর সালমান মুক্তাদির, ইফতেখার রাফসান, আরএস ফাহিম।

হামলায় কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া মৃত্যুও হয়েছে ৬ জনের। এ ঘটনায় এখন সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যম তোলপাড়।

বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া দুইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে নিজের মতামত জানান শাকিব খান।স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

উল্লেখ্য, গত দুসপ্তাহ ধরে সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2