এবার শাড়ি পরা মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল

মাহিয়া মাহি
সিনেমায় না থাকলেও রাজনীতির মাঠ বা সামাজিক মাধ্যমে প্রায় দেখে মেলে ঢাকাই নায়িকা মাহিয়া মাহিকে। আবারও নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে রীতিমত ঝড় তুলেছেন এই চিত্রনায়িকা।
গত কয়েকদিন আগে অগ্নিকন্যা রূপে একটি ভিডিও পোস্ট করেন নিজের ফেসবুকে। এবার শাড়িতে উত্তাপ ছাড়ালেন এ নায়িকা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফেসবুকে শাড়ি পরে নাচের একটি ভিডিও শেয়ার করেন মাহি। মাত্র দেড় মিনিটের ভিডিওতে হাজির হয়ে আগুন ঝরাতে দেখা গেল এই নায়িকাকে। আর ভিডিওর ক্যাপশনে মাহি লেখেন, ‘এভাবেই নেচে নেচে আমি ফটোশুট করি।’
ভিডিওটি পোস্ট করার পরপরই নজর কেড়েছে নেটিজেনদের ও মুহুর্তে ভাইরাল হয়েছে। রিঅ্যাকশন ও কমেন্টের পাশাপাশি শেয়ারও করছেন। মন্তব্যের ঘরে তার রূপ নিয়ে প্রশংসার জোয়ার তুলেছেন কেউ কেউ। তারা বলছেন, নতুনভাবে কামব্যাক করবেন তাদের প্রিয় তারকা। আবার কেউ পুরনো লুকের সঙ্গ বর্তমানের তুলনা করছেন।
বিভি/জোহা
মন্তব্য করুন: