বেতাল অবস্থায় রাস্তায় ঘুরছেন জাস্টিন বিবার!

জাস্টিন বিবার
সারা বিশ্বে অগণিত ফ্যান-ফলোয়ার রয়েছে পপ তারকা জাস্টিন বিবারের। যার গান ভালো লাগে না, এমন শ্রোতার সংখ্যা খুব কমই আছে। আর সেই প্রিয় তারকাকে দেখে চমকে উঠলেন তার ভক্তরা।
জনপ্রিয় এই গায়কের চেহারায় দেখা দিয়েছি বিষণ্ণতার ছাপ। গত সপ্তাহে নিউইয়র্কের রাস্তায় একাধিকবার দেখা মিলেছে জাস্টিন বিবারের। প্রতিবার তার দেখা মিলেছে ক্লান্ত, সাদামাটা আর কিছুটা বেতাল অবস্থায়।
জানা যায়, নিউইয়র্কের রাস্তায় জাস্টিন বিবারকে দেখে তার ভক্তরা অবাক হয়েছে। গায়কের চেহারার গড়নে অনেক পরিবর্তন এসেছে। তার চেহেরা অনেকটা লম্বাটে ধরনের হয়েছে। সেই সঙ্গে চোয়াল ভেঙে দিয়েছে। কমে গেছে গায়কের মাথার চুলও।
অন্যদিকে বিবারের বর্তমান অবস্থা সম্পর্কে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত বিবার। সেই ভয় কাটাতে তিনি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। পাশাপাশি, এই সমস্যার জেরে স্ত্রী হেইলি বিবারের সঙ্গে তার ছয় বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী হেইলি।
শোনা যাচ্ছে, বিবাহ বিচ্ছেদের জন্য ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইতে পারেন হেইলি। মামলা ও বিবাহ বিচ্ছেদ, সব মিলিয়ে বেশ খারাপ সময় যাচ্ছে বিবারের।
বিভি/জোহা
মন্তব্য করুন: