ভালোবাসা দিবসে মেজবা’র ‘এই পৃথিবী’

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সঙ্গীতশিল্পী মেজবা শরীফ। ফয়সাল রাব্বিকীনের লেখায় এবং রিজওয়ান শেখের সুুর-সঙ্গীতে ‘এই পৃথিবী’ নামক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে এর মিউজিক ভিডিও।
মিউজিক ভিডিওতে মেজবার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়িকা সারা জেরিন। আর কোরিওগ্রাফি করেছেন মোহাম্মদ বিল্লাল হোসেন। পরিচালনায় ছিলেন আসাদুজ্জমান আজাদ।
গানটি নিয়ে মেজবা শরীফ বলেন, এবার ভালোবাসা দিবস আরও রাঙিয়ে দিতে আসছে নতুন গান ‘এই পৃথিবী’। আমি আইন পেশায় যুক্ত আছি, পাশাপাশি শ্রোতাদের জন্য গান করছি। আশাকরি নতুন এই গানটি সবার ভালো লাগবে।
মেজবা শরীফের অন্যান্য গানগুলো এর আগে দর্শকমনে বেশ সাড়া ফেলেছিল। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, নিশ্বাসে বিশ্বাসে, আমি তোমার মন, কত সুখে আছি আমি ইত্যাদি।
বিভি/জোহা
মন্তব্য করুন: