• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সুস্থ হয়েই নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

প্রকাশিত: ২২:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সুস্থ হয়েই নতুন গানে কণ্ঠ দিলেন  সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমীন ও আতিয়া আনিসা

এইতো মাত্র কয়েকদিন আগে গান গাইতে গিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে আবারও গানে কণ্ঠ দিলেন তুমুল জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।  

সাবিনা ইয়াসমিনের গাওয়া নতুন এই গানটির কথা লিখেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন।

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরও দশজন শিল্পী। তাদের মধ্যে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী আতিয়া আনিসা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সাবিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে আতিয়া আনিসা ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম।’

গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2