• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বাংলাভিশনের বিশেষ আয়োজন

প্রকাশিত: ১৩:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বাংলাভিশনের বিশেষ আয়োজন

প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বাংলাভিশন টিভি পর্দায় থাকছে বিশেষ আয়োজন। এর মধ্যে রয়েছে দুইটি বিশেষ নাটক, বাংলা সিনেমা ও আলোচনা অনুষ্ঠানের বিশেষ পর্ব। আর ভালোবাসা দিবসের নাটকগুলোতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে রয়েছে সরাসরি মিউজিক্যাল শো ‘মিউজিক ক্লাব’ এর বিশেষ আয়োজন। ১২ ফেব্রুয়ারি রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বউ সোহাগী’। সুজিত বিশ্বাসের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়াসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের ছেলে হেকমত সরদার। ছোট সময় থেকেই বেশ কিছু বিষয় নিয়ে তার ফোবিয়া রয়েছে। এই যেমন: পিঁড়ি ও নারীর প্রতি। আর এজন্যই নিজেও বিয়ে করতে ভয় পায় সে। কিন্তু তার মায়ের খুব ইচ্ছা ছেলের বউ দেখা। ছেলে হেকমতের এই ধরনের ফোবিয়া থাকায় মায়ের সেই ইচ্ছা পূরণ হচ্ছিল না। 

একদিন বাড়িতে হেকমতের ছোটকালের বন্ধু আরিফকে ডেকে আনে তার মা। এ সময় ঘর থেকে বের হয়ে বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছিল হেকমত। হঠাৎ বাড়িতে বন্ধুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সে। এ সময় তার মা ও বন্ধু আরিফুল বলে, পাশের গ্রামে যাবে তাকে নিয়ে, এ কথা শোনার সাথে সাথেই কান্না শুরু করে হেকমত। মা ধমক দিয়ে থামায় তাকে। কিন্তু সে কোনোভাবেই যেতে রাজি না, তাই তো সে ঘরের খুঁটি ধরে রাখে যেন তাকে কেউ নিয়ে যেতে না পারে। 

একপর্যায়ে বন্ধু আরিফুল ও তার মাসহ কয়েকজন হেকমতকে দড়ি দিয়ে বেঁধে অটোতে করে নিয়ে যায় বিয়ে করাতে। কনের বাড়িতে গিয়ে ঘটে নতুন এক বিপত্তি, কবুল বলার পরই অজ্ঞান হয়ে যায় হেকমত। তবুও বিয়ে বন্ধ না রেখে বাসর ঘরে আনা হয় বরসহ কনেকে। পরে জ্ঞান ফিরলে হেকমত নিজেকে খুঁজে যায় বউ সাজে এক সুন্দরী মেয়ের পাশে। তার নাম আরিফা।

নতুন বউকে একনজর দেখার পর হেকমত চোখই সরাতে পারছিল না। গ্রামের এক অবিবাহিত যুবকের জীবন ও বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটির গল্প। আর গল্পের বাকি অংশ জানতে দর্শকদের চোখ রাখতে হবে নাটকটির শেষ পর্যন্ত।

১৩ ফেব্রুয়ারি রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘নার্ভাস কাপল’। মুহাম্মদ আবু রাজীনের রচনা ও এস আর মজুমদারের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, আইশা খানসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, এক সপ্তাহ আগেই সারা ও সাহিলের এনগেজমেন্ট হয়েছে। আজ তাদের বিয়ের ডেট ফাইনাল হয়েছে। দুই পরিবারের মুরুব্বীরা বাসাও ড্রইং রুমে নিজেরা কথা বলছেন, আর
অন্য রুমে সারা ও সাহিল বিছানায় পাশাপাশি বসে আছে। এ সময় তাদের মাঝে কিছুটা লজ্জা ও জড়তা দেখা যায়। এক পর্যায়ে সাহিল বিছানা ছেড়ে উঠে হালকা ফ্রি হ্যান্ড-এক্সারসাইজ শুরু করে। সারা বিষয়টাতে খুব অবাক হয়। এরপর সে একটু একটু করে সারা’র কাছে ঘেষতে থাকে। 

ব্যক্তিজীবনে সাহিল খুবই লাজুক প্রকৃতির একটা ছেলে। আর সাহিলের মতো সারাও অতিরিক্ত লাজুক প্রকৃতির মেয়ে। এদিকে ছোটবেলায় মা-বাবা মারা যাওয়ার পর মামা-মামির কাছে বড় হয়েছে সে। সারাজীবন বইয়ের ভেতর মুখ গুঁজে থাকা সাহিল কখনোই কোনো মেয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করেনি বলে তার কোনো মেয়ে বান্ধবীও হয়নি। সেই সাহিলেরই যখন এনগেজমেন্ট হলো। যখন পরিবার থেকে নিজেদের মধ্যে বোঝাপড়াটা করে নেওয়ার জন্য বলা হলো তখন থেকেই সাহিল ও সারা নিজেদের চিনে নিতে গিয়ে সবই তালগোল পাকিয়ে ফেলছে। সদ্য এনগেজমেন্ট হওয়া এমনই এক কাপলের কমেডি, রোমান্টিক নানা ঘটনায় এগিয়েছে নাটকটির গল্প। আর গল্পের বাকি অংশটুকু দেখতে দর্শকদের চোখ রাখতে বাংলাভিশনের পর্দায়। 

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে সরাসরি মিউজিক্যাল শো ‘মিউজিক ক্লাব’ এর বিশেষ আয়োজন প্রচারিত হবে ১২ ফেব্রুয়ারি রাত ১১ টা ২৫ মিনিটে। এতে গান গাইবেন হৃদয় খান।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2