• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাশ্মিরের ঘটনায় বলিউড তারকাদের শোক-ক্ষোভ প্রকাশ

প্রকাশিত: ২১:৫২, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কাশ্মিরের ঘটনায় বলিউড তারকাদের শোক-ক্ষোভ প্রকাশ

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় ভারত জুড়ে সব শ্রেণী পেশা মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও নেমে এসেছে শোকের ছায়া। আর সেই তালিকায় রয়েছেন বলিউড তারকারাও।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর হামলার ঘটনায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের, রাভিনা ট্যান্ডন, সোনু সুদ, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, পরিচালক ও প্রযোজক করণ জোহরের পর এবার শাহরুখ খান, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া শোকপ্রকাশ করেছেন। একই সঙ্গে হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা। ‘অমানবিক’ ঘটনা বলে উল্লেখ করে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে থাকতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারকারা।

অভিনেতা সঞ্জয় দত্ত সামাজিক মাধ্যমে লেখেন, ‘ঠান্ডা মাথায় ওরা আমাদের দেশের মানুষগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত, অপরাধের শাস্তি কি হতে পারে। আমরা এবার চুপ থাকব না। পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে অনুরোধ করব ওরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দেন।’

সালমান খান লিখেছেন, ‘কাশ্মির, পৃথিবীর স্বর্গ। যা বর্তমানে নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একজন নিরপরাধ ব্যক্তির হত্যা, গোটা জাতির হত্যার সমান।’

অক্ষয় কুমার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পেহেলগাম ট্যুরিস্টদের উপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তাতে সবাই আতঙ্কিত। কীভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’

পরিচালক ও প্রযোজক করণ জোহর এক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘হৃদয়বিদারক ঘটনা! যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল তাদের জন্য আমার প্রার্থনা রইল।’

জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই ঘটনার তীব্র বিরোধিতা করে লিখেছেন, ‘জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর যে আক্রমণ চালালো সেটা কাপুরুষোচিত। আমার দেশের সেনার ওপর পূর্ণ আস্থা আছে। তাদের কাছে ন্যায় বিচার আশা করব। যেটা করার সেটাই করবেন।’

বলিউড বাদশাহ শাহরুখ খান তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘পেহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে শোকপ্রকাশের কোনও ভাষা নেই। এই সময়ে শুধু ঈশ্বরের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনও কিছুই করার থাকে না। আমার গভীর সমবেদনা রইল পরিবারগুলোর জন্য। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং দ্রুত ন্যায়বিচার পাই।’

প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে এই ঘটনার তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘পেহেলগামে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। কেউ ছুটি কাটাতে, কেউ আবার মধুচন্দ্রিমায় সেখানে পরিবারের সঙ্গে গিয়েছিলেন। কেবল হয়তো বা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি খুবই মর্মাহত।’

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2