গরুর মাংস খেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন রণবীর কাপুর!

রণবীর কাপুর
গরুর মাংস খান বলে এক সময় সমালোচিত ছিলেন বলিউড স্টার রণবীর কাপুর। তবে এখন নাকি তিনি নিরামিষ খাবারে বেশি মন দিয়েছেন। কারণ, এখন তিনি ব্যস্ত ‘রামায়ণ’ ছবি নিয়ে।
এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। এর মধ্যেই জানা গেল, প্রায়ই রণবীর নাকি ‘ঈশ্বরের সঙ্গে কথা’ বলেন। বিশেষ করে, সময় খারাপ গেলে ঈশ্বরের কাছে শান্তি খুঁজে পান তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন রণবীরের এক বন্ধু।
২০২৩ সালে মুক্তি পায় রণবীরের ছবি ‘অ্যানিম্যাল’। সেই ছবির আগে নাকি বেশ বিষণ্ণ থাকতেন তিনি। সেই বন্ধু বলেছেন, “আমি রণবীরকে প্রশ্ন করি, যখন তোমার ছবি সফল হয় না, তখন তোমার ঠিক কেমন লাগে?” রণবীর তখন বলেছিলেন, “আমি রোজ বাড়ি ফিরে ঈশ্বরের সঙ্গে কথা বলি, প্রার্থনা করি। ঈশ্বরকে বলি, এত পরিশ্রম করি। দয়া করে আমাকে বাঁচিয়ে নিও।”
রণবীরের সেই বন্ধু জানান, ওই সময়ে অভিনেতা বেশ উদ্বেগে থাকতেন। তবে ধৈর্য ধরেছেন দীর্ঘ দিন। পর পর ছবি অসফল হলেও আশা ছাড়েননি। অবশেষে ২০২৩-এ তার ছবি ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে ঝ়ড় তোলে। ছবি সমালোচিত হয়েছে বিভিন্ন মহলে। তবে বক্স অফিসে ছবির সাফল্য নজর কা়ড়ার মতো ছিল। সন্দীপ রেড্ডি বঙ্গার এই ছবিতেই শেষ দেখা গিয়েছে অভিনেতাকে।
আপাতত তিনি ব্যস্ত ‘রাম’ হয়ে ওঠার জন্য। ‘রামায়ণ’ ছবির কাজ জোরকদমে চালাচ্ছেন রণবীর। তার বিপরীতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিভি/জোহা
মন্তব্য করুন: